আন্তর্জাতিক ডেস্ক : বৈদেশিক মুদ্রা মজুতের ক্ষেত্রে এতদিন ভারত বিশ্বে চতুর্থ ছিল। তবে ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে রাশিয়া। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ফরেক্স রিজার্ভ হোল্ডিং ৫৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তবে এর মধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে হিমায়িত সম্পদও অন্তর্ভুক্ত রয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত স্থানীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির প্রকাশিত প্রতিবেদনের বরাতে আরটি এ তথ্য জানিয়েছে।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বিশ্বের চতুর্থ স্থানে উঠে গেছে। বছরের প্রথম নয় মাসে রাশিয়ার রিজার্ভ ৫৪০ বিলিয়ন ডলারে উঠেছে। এর মধ্যে ইউক্রেন সম্পর্কিত নিষেধাজ্ঞার কারণে পশ্চিমাদের হিমায়িত রিজার্ভও অন্তর্ভুক্ত রয়েছে।
গত বছর রাশিয়াকে সরিয়ে বৈদেশিক মজুতে বিশ্বের চতুর্থ স্থান দখল করেছিল ভারত। তবে হারানো সে স্থান ফিরে পেয়েছে রাশিয়া। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ভারতের ফরেক্স রিজার্ভ ছিল ৫৩২ বিলিয়ন ডলার। বর্তমানে দেশটি পঞ্চম স্থানে নেমে এসেছে। ২০১৫ সাল থেকে দেশদুটির মধ্যে তালিকার এ স্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে।
এর আগে গত জুনের শেষ দিকে এএফপি জানিয়েছিল, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে পশ্চিমা দেশগুলো ও তার মিত্ররা রাশিয়ার এলিটদের মালিকানাধীন ও কেন্দ্রীয় ব্যাংকের ৩৩০ বিলিয়ন ডলারের সম্পদ হিমায়িত করেছে।
এদিকে ২৮ অক্টোবর ফ্রান্সের গণমাধ্যম লা মন্ডে একটি প্রতিবেদনে জানায়, ইউরোপীয় জাস্টিস কমিশনার দিদিয়ের রেন্ডার্স এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনে মস্কোর আক্রমণের পর ইউরোপীয় ইউনিয়ন প্রায় ১৭ বিলিয়ন ইউরো বা ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যের রাশিয়ান সম্পদ হিমায়িত করেছে।
বর্তমানে বিশ্বে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে চীনের কাছে। এ বছরের সেপ্টেম্বরের শেষে দেশটির রিজার্ভ ছিল ৩ দশমিক ১৯৩ ট্রিলিয়ন ডলার। ১ দশমিক ২৩৮ ট্রিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। আর ৮৯২ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড।
আরআইএ নভোস্তি বলছে, শীর্ষ দশের তালিকার শেষের দিকে উদীয়মান অর্থনীতির দেশগুলো তাদের উন্নত বাজার সমকক্ষদের ছাড়িয়ে যাওয়ার একটি ট্রেড দেখা গেছে। বৈদেশিক মুদ্রার মজুতের ক্ষেত্রে ষষ্ঠ থাকা হংকং তাদের স্থান সৌদি আরবের কাছে হারিয়েছে। এদিকে সিঙ্গাপুরকে দশম স্থানে ঠেলে দিয়ে নবম স্থান দখল করেছে ব্রাজিল। আবার দক্ষিণ কোরিয়া নেমে গেছে সাত নম্বরে।
এ ছাড়া জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর থেকে যথাক্রমে ১১ ও ১২তম স্থান ধরে রেখেছে। ফ্রান্সের অবস্থান তালিকায় ১৩ নম্বরে। তার পরই আছে ইতালি। মেক্সিকো তিন ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে। তা ছাড়া থাইল্যান্ড, যুক্তরাজ্য, ইসরাইল, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র শীর্ষ বিশের মধ্যে রয়েছে।
আরআইএ নভোস্তি তাদের গণনায় ২০২১ সালের হিসাবে বিশ্বের ৯০টি বৃহত্তম অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ব্যবহার করেছে। চূড়ান্ত নমুনায় বিশ্বের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার রিজার্ভের অধিকারী ৫০টি অর্থনীতির দেশ সেপ্টেম্বর পর্যন্ত যে ডেটা প্রকাশ করেছিল, সেগুলো অন্তর্ভুক্ত করা হয়।
প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার মজুত হিসেবে সাধারণত বিশ্বের বেশির ভাগ দেশ মার্কিন ডলারকে বেছে নেয়। তবে বিভিন্ন দেশভেদে ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো, চীনা ইউয়ান ও জাপানি ইয়েনে বৈদেশিক মুদ্রার মজুত রাখা হয়। তা ছাড়াও ব্যাংক নোট, বন্ড, আমানত, ট্রেজারি বিল ও অন্যান্য সরকারি সিকিউরিটিজের মাধ্যমেও বৈদেশিক মুদ্রা মজুত রাখা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।