Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: স্কুল থেকে ফেরার পথে প্রায়দিনই রাস্তার দোকান থেকে সোডা পানির বোতল কিনত সে। মঙ্গলবারও কেনে। কিন্তু এদিন ঘটে যায় বিপর্যয়। দোকানের সামনে দাঁড়িয়ে সোডা বোতলের মুখ খুলতেই ঘটে যায় বিস্ফোরণ। এতে পুড়ে যায় ছাত্রীর চোখ।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ১৩ বছরের ছায়েরা লস্কর জীবনতলার হোমরা পলতা গ্রামে থাকে। গ্রামেই একটি স্কুলে পড়ে সে। মঙ্গলবার স্কুল থেকে ফেরার সময়ে বন্ধুদের সঙ্গে নিয়েই রাস্তার ধারে হকারের কাছে যায় সে। সেখান থেকে একটি সোডার বোতল কেনে। বোতলটি ঝাঁকিয়ে খোলার সময়ই আচমকা ফেটে যায়।
কিছু বুঝে ওঠার আগেই আর্তনাদ জুড়ে দেয় ছাত্রীটি। মুখে হাত চাপা দিয়ে মাটিতেই বসে পড়ে সে। সহপাঠী ও দোকানদার তার হাত সরিয়ে দেখে, চোখ ঝলসে গেছে মেয়েটির। চোখের প্রায় ৯০ শতাংশ নষ্ট হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।