বোতল দিয়ে তৈরি লাল সবুজের নৌকা সিরাজুল দিতে চান প্রধানমন্ত্রীকে

জুমবাংলা ডেস্ক: পুরো নাম সিরাজুল ইসলাম (২৮)। সবাই তাকে সিরাজুল নামেই ডাকেন। পেশায় তিনি একজন রং মিস্ত্রী। বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার পাড়াতলি গ্রামের রফিকুল ইসলামেল সিরাজুল গত তিন বছর ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় বসবাস করছেন।

সম্প্রতি লাল সবুজের পতাকার রঙে রাঙ্গানে একটি নৌকা তৈরি করেছে সিরাজুল। নৌকাটি তৈরি করতে ওই যুবকের সময় লেগেছে তিন মাস। আর এই নৌকা তৈরিতে লেগেছে প্রায় আড়াই হাজার বিভিন্ন রঙের প্লাস্টিকের বোতল। ৫ হাত প্রস্থ ও ১২ হাত লম্বা নৌকাটি তৈরি করে রীতিমত সবাইকে অবাক করে দিয়েছেন সিরাজুল। একান্তই সখের বসে তৈরি করা সেই নৌকাটি তিনি উপহার দিতে চান  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

ইতোমধ্যে দৃষ্টিনন্দন এই নৌকাটি দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছে। ২৫ জন লোক বসতে পারা নৌকাটি পরীক্ষামূলকভাবে স্থানীয় পুকুর, বানার নদী ও শীতলক্ষ্যা নদীতে চালানো হচ্ছে।

সিরাজুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন সময় প্লাস্টিকের বোতল ফেলে পরিবেশ দূষণ করি। মূলত পরিত্যাক্তসব বোতল দেখে নৌকা তৈরির সিদ্ধান্ত নেই। এটি আসলে ব্যতিক্রমী একটি সিদ্ধান্ত। পরে আমি ৬০ টাকা কেজি দরে বিভিন্ন যায়গা থেকে ১২০ কেজি বোতল কিনে আনি। নৌকাটি তৈরি করতে ছোট বড় বিভিন্ন কালারের বোতলের প্রয়োজন হয়েছে। এটি তৈরি করতে আমার ৩ মাস সময় লেগেছে।

এদিকে সিরাজুলের এই ব্যতিক্রম উদ্যোগের প্রসংশা করেছেন এলাকাবাসী। তারা বলছেন, নৌকাটি দেখতে যেমন সুন্দর তেমনি পরিবেশের জন্যেও উপকারী। এমন উদ্যোগ থাকলে নদী, শহর বা আশপাশে প্লাস্টিকের বোতল কখনো পরিত্যক্ত অবস্থায় থাকবে না।

সিরাজুলবলেন, প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বিশেষ নৌকাটি লম্বায় ১২ হাত আর প্রস্থ ৫ হাত। ১৭ জনকে নিয়ে নৌকাটি চালিয়েছি। এই নৌকায় ২৫ থেকে ৩০ জন নিয়ে নদী পাড়ি দেওয়া যাবে। আমি বাংলাদেশের লাল-সবুজের পতাকার রঙে সাজিয়েছি এটিকে। নৌকাটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই তথ্যটি পৌঁছে দিতে চাই।