লেনেভো সম্প্রতি একটি ট্র্যাডিশনাল ল্যাপটপকে বড় স্ক্রিনের প্রোডাক্টিভিটি মেশিনে রুপান্তরের ইনোভেশন সবার সামনে উন্মোচন করেছে। ওই ল্যাপটপের ডিসপ্লে আপনি চাইলে আরো বড় করতে পারবেন। গতকাল বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি কনফারেন্সে এ বিশেষ ডিভাইসটির কনসেপ্ট প্রদর্শন করা হয়েছে।
এখনো পর্যন্ত কোন গ্যারান্টি দেওয়া হয়নি যে, লেনেভো শেষ পর্যন্ত ডিভাইসটি মার্কেটে আনতে পারবে কিনা। প্রথমে আপনারা দেখে মনে হবে যে, এটি একটি সাধারণ স্টাইলের ল্যাপটপ।
প্রথম দেখায় আপনার মনে হবে না যে স্ক্রিন বড় করার দুর্দান্ত ফিচার এখানে থাকতে পারে। স্ক্রিন বড় করার জন্য আলাদা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে। তখন ডিসপ্লের সাইজ ১২.৭ ইঞ্চি থেকে ১৫.৩ ইঞ্চি পর্যন্ত পৌঁছে যায়।
আপনি ইচ্ছা করলে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ অরিয়েন্টেশন ব্যবহার করতে পারবেন। কনটেন্ট রাইটিং এবং মাল্টিটাস্কিং এর জন্য এ ফিচারটি কাজে আসবে বলে মনে করা হয়। লেনেভো এ কনসেপ্ট দিয়ে ল্যাপটপটি নির্মাণের পর মার্কেটে নিয়ে আসতে পারলে দুর্দান্ত ফিচারের কারণে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
তবে লেনোভোর কনসেপ্ট অনুযায়ী ডিভাইসটি টাচ পদ্ধতির মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব হবে না। হয়তো পরবর্তী সময়ে ফিচারটি যোগ করা হতে পারে । মাল্টিপল কনফিগারেশন এবং ওরিয়েন্টেশন পদ্ধতি আপনি খুব সহজেই ডিভাইসের ব্যবহার করতে পারবেন।
এ ডিভাইসটি এখনো কনসেপ্ট এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ম্যানুফ্যাকচারার কোম্পানি হয়তো ডিভাইসটি মার্কেটে আনার মাধ্যমে তাদের সৃজনশীল পদ্ধতি এবং ইনোভেশনকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে চাইবেন। তবে এটির স্পেসিফিকেশন কী হবে এবং অন্যান্য ফিচার কী থাকতে পারবে তা এখনো নিশ্চিত করে বলা যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।