জুমবাংলা ডেস্ক: নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে মো. রিপন মোল্যা নামে এক ব্যক্তিকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নড়াগাতী থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার ছেলে রিপন মোল্যা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বেলা ৩টার দিকে কালিনগর গ্রামের নালিয়া নদীর ঘাটে কাপড় পরিষ্কার করার সময় আসামি রিপন মোল্যা পেছন থেকে ধাক্কা দিয়ে ফাতেমাকে পানিতে ফেলে দেয়। পরে তাকে পানিতে চুবিয়ে ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার পর মরদেহ পানির নিচে কাঁদায় পুতে রাখে। হত্যার ঘটনাটি আসামি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা দেখতে পায়। পরে বিকেলে ফাতেমাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাশেদ মোল্যার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে পুলিশ আসামি রিপন মোল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সে হত্যার কথা স্বীকার করে।
আদালতের পিপি এমদাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, প্রায় তিন বছর পর সোমবার (১৫ নভেম্বর) রিপন মোল্যাকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।