বোন ভেবে ভুল, ছেলের স্কুলে গিয়ে বিব্রত মা

আন্তর্জাতিক ডেস্ক :কিশোর ছেলের অভিভাবক তিনি। হঠাৎ করেই ডাক পড়েছে স্কুলে। সময়মতো হাজির হলেন মা। এরপরই যত বিপত্তি। স্কুল শিক্ষক বিশ্বাসই করলেন না তিনি ছেলের মা। ভাবলেন, বড় বোন। একপর্যায়ে অভিভাবকের কাছে আধার কার্ডও দেখতে চান তিনি। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী মজার ছলে ছেলের সঙ্গে কথা বলছেন। পুরো ঘটনা বর্ণনা করার সময় মা ও ছেলে দম ফাটা হাসিতে ফেটে পড়ে।

মা জানান, কোনো কারণে ছেলের ফোন বাজেয়াপ্ত করেছে স্কুল। বিষয়টি সামলাতে তাকে ছেলের স্কুলে যেতে বলা হয়। কিন্তু সেখানে ঘটল বিব্রত হওয়ার মতো একটি ঘটনা। ছেলের শিক্ষক তাকে মা নয়, বোন ভেবে আধার কার্ড দেখাতে বলেন। স্কুল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি বর্ণনা করে ভিডিও তৈরি করেন মা।

ইনস্টাগ্রামে নিশা_প্রধান০০৭ নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ইতোমধ্যে ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। নেটিজেনরা ভিডিওটিতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন লিখেছেন, ‘খুব সুন্দর ভিডিও।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ম্যাম, এটা শিক্ষকের দোষ নয়। যে কেউ আপনাকে বোন ভেবে ভুল করতে পারে।’