আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে মসজিদ-মন্দিরে জীবাণুনাশক ছিটিয়ে চলেছেন ৩২ বছর বয়সী মুসলিম এক নারী। তার নাম ইমরানা সাইফি। আর রোজা রেখেই এই কাজটি করে যাচ্ছেন তিনি।
তাকে স্বাগত জানিয়ে মন্দিরের অভ্যন্তরেও প্রবেশ করতে দিচ্ছেন পুরোহিত। বলছেন, ঘৃণা নয় ভালোবাসা দিয়েই সবারই পরস্পরের শুভাকাঙ্ক্ষি হওয়া উচিত। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এই সম্প্রীতির গল্প।
বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) নিয়ে বিজেপি নেতা কপিল মিশ্রের উসকানির পর গত ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে হিন্দুত্ববাদী তাণ্ডব শুরু হয়। সপ্তাহখানেক ধরে চলা এ তাণ্ডবে অর্ধশতাধিক মানুষ নিহত হয়, গুলিবিদ্ধসহ আহত হয় কয়েক শত। যাদের বেশিরভাগই মুসলমান সম্প্রদায়ের। ওই তাণ্ডবের ক্ষত সারিয়ে ওঠার আগেই ভারতের রাজধানী শহর দিল্লিতে হানা দেয় করোনাভাইরাস। এখন পর্যন্ত ভারতের অন্যতম আক্রান্ত রাজ্য দিল্লি।
এ ভাইরাসের মোকাবিলায় জীবাণুনাশকের স্প্রে হাতে তুলে নিয়েছেন তিন সন্তানের মা ইমরানা সাইফি। স্থানীয় আবাসিক কল্যাণ সংস্থার সরবরাহ করা স্প্রে ট্যাঙ্ক কাঁধে নিয়ে বেশ কয়েকটি মন্দির, মসজিদ আর গুরুদুয়ারায় তা ছিটানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর পবিত্র রমজানে রোজা রেখেও তা পালন করে যাচ্ছেন প্রতিদিন।
পুরোহিতেরাও ইমরানাকে স্বাগত জানাচ্ছেন। এমনকি তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে মন্দিরের ভেতরে ও বাইরে জীবাণুনাশক ছেটাতে দিচ্ছেন। উত্তর দিল্লির আশেপাশের এলাকায় প্রতিদিন জীবাণুমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
ফেব্রুয়ারির সাম্প্রদায়িক সহিংসতার সময়ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মাত্র সপ্তম শ্রেণী পড়ুয়া ইমরানা সাইফি। ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে তিন নারীকে সঙ্গে নিয়ে গঠন করেছেন নিজের ‘করোনা যোদ্ধা’ দল। দলটি প্রতিদিন জাফরাবাদ, মোস্তফাবাদ, চান্দবাগ, নেহরু বিহার, শিব বিহার, বাবু নগর এলাকাকে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন।
ইমরানা সাইফি বলেন, আমি ভারতের অসাম্প্রদায়িক সংস্কৃতি তুলে ধরতে চাই। আমি বার্তা দিতে চাই যে আমরা সবাই আলাদা কিন্তু এক সঙ্গে থাকতে পারি।’ তিনি বলেন, ‘আমাদের মন্দিরের পুরোহিত কিংবা অন্য কেউ থামায় না আর এখন পর্যন্ত কোনও ধরণের বাধার মুখে পড়িনি।
ইমরানা সাইফির স্বামী নেয়ামত আলী একজন মিস্ত্রী। স্বাভাবিক সময়ে স্বামীর কাজে সহায়তা করলেও করোনা মহামারির সময়ে দুই জনেই কর্মহীন হয়ে পড়েছেন তারা। সংসারের কাজকর্ম আর তিন সন্তান দেখভালের পর তাই জীবাণুনাশক ছেটানোর কাজে নেমে পড়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



