বোর্ড কিংবা অধিনায়কের জন্য মাঠে নামি না-রশিদ খান

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে একের পর এক ম্যাচ হারের পাশাপাশি নানা বিতর্ক-সমালোচনার জন্ম দিয়েছে আফগানিস্তান। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনায় এলেন আফগান তারকা রশিদ খান। গুলাবদিন নায়েবের সঙ্গে তার সম্পর্কের কথা জিজ্ঞেস করায় তিনি বললেন, “আমি গুলাবদিন নায়েব বা ক্রিকেট বোর্ডের জন্য খেলি না, খেলি আফগানিস্তানের জন্য।”

বিশ্বকাপের প্রাক্কালে আফগান ক্রিকেট বোর্ড দলের অধিনায়কত্ব আসগার আফগানের থেকে ছিনিয়ে গুলাবদিন নায়েবকে দেয়, যা নিয়ে সোচ্চার হন রশিদ, নবিসহ সিনিয়র ক্রিকেটাররা।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের গুরুত্বপূর্ণ সদস্য রশিদের মতে, “আমি কারও পক্ষে বা বিপক্ষে নই। আমার মতে, অধিনায়ক বদলের জন্য এটা সঠিক সময় ছিল না। এটা শুধুমাত্র আমার মত নয়, সমগ্র ক্রিকেট বিশ্ব এক মত এই বিষয়ে।

অধিনায়কত্ব নিয়ে বিশ্বকাপের আগে টুইট করেন মোহাম্মদ নবি। যা নিয়ে বেশ বিতর্ক হয়। নবির টুইটের সমর্থনে আফগান লেগস্পিনার বলেন, আসগারের সমর্থনে নয়, নবি বরং আফগানিস্তান ক্রিকেট দলের উন্নতির উদ্দেশ্যেই এই কথা বলেন। এশিয়া কাপের আগে দল ভাল ছন্দে ছিল, কিন্তু বিশ্বকাপের আগে এই বদল দলের ছন্দ বিঘ্নিত করেছে বলেও তার মত।

জুমবাংলা/এসআর/

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *