বিসিবি পরিচালক আকরাম খান বলেছেন, ‘চার্ল ল্যাঙ্গাভেল্ট আসলে দক্ষিণ আফ্রিকান জাতীয় দলের ফাস্ট বোলিং কোচের প্রস্তাব পেয়েছেন। তাই তিনি তা সানন্দে গ্রহণ করতে চান। সে কারণেই বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়ে নিজ দেশের জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হতে আগ্রহী। তাই বোর্ডে চিঠি দিয়ে চাকরি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন এ প্রোটিয়া কোচ।’
দুই বছরের চুক্তি থাকলেও, তিনি যখন নিজ দেশের বোলিং কোচের দায়িত্ব নেয়ার প্রস্তাব পেয়েছেন এবং নিজে থেকে সেটাকেই প্রাধান্য দিচ্ছেন, তখন বিসিবিরও সুযোগ কম তাকে আটকানোর। আগেও একবার দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সে কারণেই শেষ পর্যন্ত বিসিবি ল্যাঙ্গাভেল্টের পদত্যাগ পত্র গ্রহণ করে নিয়েছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।