জুমবাংলা ডেস্ক : হতদরিদ্র পরিবারের এক’শ শিশু পেটপুরে দুপুরের খাবার খেয়েছে বৌভাতের অনুষ্ঠানে। এই আয়োজন করা হয়েছিলো শুধু তাদের জন্যই। নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কোরানী পাড়া এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকে অধ্যয়নরত শিশুদের খাওয়ানোর ব্যতিক্রমী এই উদ্যোগ নেন সদ্য বিবাহিত এক দম্পতি।
Advertisement
রবিবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এলাকার আমন্ত্রিত শিশুদের খাওয়ানো হয় উন্নতমানের খাবার। তালিকায় ছিলো পোলাও, ভাত, ডাল, ডিম, সালাদ, সবজি, মাছ, মাংস, মিষ্টি, কোমল পানীয় প্রভৃতি।
বৌভাতে শিশুদের খাবার খাওয়ানোর কাজে সহায়তা করে সেইফ ফাউন্ডেশন। বৌভাত অনুষ্ঠানে খাবার খেয়ে আনন্দিত শিশুরাও। এদিকে, নববিবাহিত দম্পতির ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধীজনেরাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।