স্পোর্টস ডেস্ক : আইপিএলের আসন্ন মৌসুম থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। জানা গেছে, গত ডিসেম্বরের নিলামে তাঁকে দেড় কোটি রুপিতে কিনে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
এ ব্যাপারে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, ওকস নাকি তার ফ্র্যাঞ্চাইজি দিল্লিকে বলেছেন- ব্যক্তিগত কারণে এবার খেলতে পারবেন না। তবে সেটা কি কারণ বিস্তারিত জানাননি।
এর আগে গত দুই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন ওকস। ২০১৭ মৌসুমে নাইট রাইডার্সের হয়ে খেলে ৮.৭৭ ইকোনমি রেটে ১৭ উইকেট পান তিনি। কিন্তু ২০১৮ মৌসুমে ব্যাঙ্গালুরুর হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পান এই অলরাউন্ডার। কারণ রান দেন ওভারপ্রতি ১০.৩৬ ইকোনমিক রেটে।
তবে এবার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন ওকস। আগামী গ্রীষ্মে ঘরের মাঠে ছয়টি টেস্ট খেলবে ইংলিশরা। যার প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ জুন শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।