এক সময়ের জনপ্রিয় টেলিভিশন তারকা সাদিয়া জাহান প্রভা এখন নিয়মিত না হলেও মাঝেমধ্যে পর্দায় হাজির হন। কাজের ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা কৌতূহল থাকলেও সেসব প্রশ্নে সব সময়ই সংযত এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় এসে স্পষ্ট ভাষায় ব্যক্তিগত প্রশ্ন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

২০০৫ সালের দিকে একটি মেরিল সাবানের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনের সাফল্যের পর নাটকে নিয়মিত অভিনয় করে দ্রুতই দর্শকপ্রিয়তা অর্জন করেন। বিভিন্ন সময়ে সিনেমায় অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও বড় পর্দায় তাকে নিয়মিত দেখা যায়নি। বর্তমানে তিনি নির্বাচিত কিছু কাজেই যুক্ত রয়েছেন।
সম্প্রতি ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় অংশ নেন প্রভা। লাইভের শুরুতেই তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালেও জানান, আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি ব্যক্তিগতভাবে তার খুব পছন্দ নয়। প্রভা বলেন, আমি এখন একটা কাজ করছি, বুঝতে পারছি এটা হয়তো একটা কালচার। সৌজন্যতা হিসেবে শুভেচ্ছা জানানো হয়। তবে আমার মনে হয়, গুড উইশ সব সময়ই করা যায়।
লাইভ চলাকালীন ভক্তদের নানা মন্তব্য ও প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় অপ্রাসঙ্গিক ও অশালীন মন্তব্য এড়িয়ে যাওয়ার কথাও জানান অভিনেত্রী। প্রভা বলেন, ভালো-মন্দ সব মন্তব্যই পড়ার চেষ্টা করব। যদি কেউ খুব অপ্রাসঙ্গিক বা অশিক্ষিতের মতো মন্তব্য করেন, সেটা এড়িয়ে যাব। ভালো মন্তব্যের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।
লাইভে বেশির ভাগ ভক্ত তার বর্তমান ব্যস্ততা ও কাজ নিয়ে জানতে চাইলেও কিছু দর্শক ব্যক্তিগত বিষয়, বিশেষ করে বিয়ে নিয়ে প্রশ্ন করেন। শুরুতে এসব প্রশ্ন এড়িয়ে গেলেও পরে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন প্রভা।
তিনি বলেন, বিয়ে কবে হবে, কেন হচ্ছে না, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন এই প্রশ্নগুলো যে ব্যাড ম্যানার, সেটা কি জানেন? আমি রক্ত-মাংসের মানুষ। যেদিন আল্লাহ যেটা লিখে রাখবেন, সেদিন সেটাই হবে। এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়, কাউকে এভাবে প্রশ্ন করা উচিত না।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৯ আগস্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং শেষে অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া জাহান প্রভা। তবে সেই সংসার বেশিদিন টেকেনি, পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পর্দার আড়ালেই ছিলেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়ে প্রভা আবারও দেখালেন, অভিনয়ের বাইরে নিজের আত্মসম্মান ও ব্যক্তিস্বাধীনতাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


