রাজশাহীতে বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে বেসরকারী খাতে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগে সহায়তা প্রদান ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌ এনডিসি।

সভায় বক্তব্য রাখেন বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটি সদস্য সচিব ও বিডার বিভাগীয় পরিচালক ড. নবী মারুফ আশরাফ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর (ডিআইএফই) রাজশাহীর উপমহাপরিদর্শক মো. আরিফুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মো. মশিউর রহমান, উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজিটি নাজনীন, নারী উদ্যোক্তা মোছা. তাহেরা বেগম প্রমুখ।