জুমবাংলা ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের সিলেট অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের সকল কর্মকর্তার অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা স্থানীয় একটি হোটেলে সস্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জনাব জয়নাল আবেদীন, ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান জনাব আবু রুশদ ইফতেখারুল হক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্র্রধান জনাব মোঃ মনিরুজ্জামান, এসএমই বিভাগের
প্রধান জনাব সাদাত আহমদ খান ও সিলেট অঞ্চলের প্রধান জনাব সাইফ আল আমীনসহ উক্ত অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সকলকেই জবাবদিহীতার মধ্যে কাজ করতে হবে উল্লেখ করে বলেন, এবছর ব্যাংকের গৃহীত কর্মকৌশল বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা সকল সূচকেই ইতিবাচক ধারায় আছি।
ব্যাংকের এই ধারা অব্যাহত রাখার জন্য সকলকে স্বতঃস্ফুর্তভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।