ব্যবসার পরিবেশ উন্নয়নে অটোমেশন ও সংস্কারের তাগিদ

Uncertainty-fuel crisis

অর্থনীতিতে গতি না আসার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ। তারা মনে করে যে, সুদহার বৃদ্ধি এবং জ্বালানি সংকট এর অন্যতম কারণ। পাশাপাশি ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। দেশে কোন নির্বাচিত সরকার নেই। এ কারণে চরম মাত্রায় রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে।

Uncertainty-fuel crisis

বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে এসেছে। এ ধরনের কথা উল্লেখ করেন ঢাকা চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি তাসকিন আহমেদ। ঢাকায় ’বেসরকারি খাতের চোখে অর্থনীতির সামগ্রিক চিত্র’ করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারটি মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন সভাপতি তাসকিন আহমেদ।

ব্যবসায়ীরা দাবি করেন যে, বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে এবং ব্যবসা করার উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য সরকার আন্তরিক নয়। দেশে ভয়াবহ জ্বালানির সংকট থাকলেও তা নিরসন করার জন্য কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাছাড়া ব্যাংক খাতে সুশাসনের বড় অভাব রয়েছে।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘গত মাসে একটি রেকোমেন্ডেশন এসেছে যে (জ্বালানির) আরও প্রায় ১০০ ভাগ দাম বৃদ্ধির জন্য। আমরা এখানে বিভিন্ন খাতে কাজ করি, বিশেষ করে যেগুলো জ্বালানি নির্ভর যেমন স্টিল, সিমেন্ট যদি দেখা যায়, প্রত্যেকটা শিল্প বন্ধের দিকে চলে যাচ্ছে।’ অর্থনীতির গতি না থাকার জন্য বিগত সরকারের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতির সময়ে টাকা ছাপানো ছিল আত্মঘাতী সিদ্ধান্ত। যার নেতিবাচক প্রভাব এখনও বইতে হচ্ছে জনগণকে।

অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ বলেন, ‘জুলাই পর্যন্ত একটা আত্মঘাতী কাজ হচ্ছিল, মূল্যস্ফীতির জন্য আমি বলব। টাকা ছাপানো হচ্ছিল অলমোস্ট দেদারসে। বাধ্য হয়ে অনেক সময় টাকা ছাপাতে হতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পৃথিবীর অনেক দেশই ছাপায়। কিন্তু নরমালি হাই ইনফ্লেশনের সময় হাই পাওয়ার্ড মানি, এটা যত বেশি ছাপানো হবে ইনফ্লেশনের যুদ্ধটা আরও দীর্ঘায়িত হবে।’ ব্যবসার পরিবেশ সহজ করতে সরকারি কাজের গতি বাড়ানোয় জোর দেন বাণিজ্য সচিব আব্দুর রহিম খান। রাজস্ব বাড়াতে এনবিআরকে আধুনিকায়নের তাগিদ তার।

বাণিজ্য সচিব বলেন, ‘অটোমেশন হচ্ছে না, ন্যাশনাল সিঙ্গেল ইউনডো হচ্ছে না। আমি যদি ন্যাশনাল সিঙ্গেল ইউনডোটাও বাস্তবায়ন করতে পারি পুরোপুরি তাহলে আজকে যারা ডিসিসিআইয়ে বসে ব্যবসার স্বপ্ন দেখছেন, জটিলতায় ভুগছেন তা কিন্তু অনেক বেশি কমে যায়।’  টেকসই সুবিধা পেতে আর্থিক খাতে সঠিক সংস্কারের তাগিদও দেন সেমিনারের বক্তারা।