বিষয়টি খুবই স্পর্শকাতর, ব্যবস্থা নেবে বোর্ড : সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর বাড়ির সামনে বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় ছিল সংবাদমাধ্যমের। বুধবার বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ মন্তব্যের পর থেকে সংবাদমাধ্যমের সামনে আসেননি সৌরভ। তবে বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হন, কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গেও।

বিরাট কোহলিকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক সম্পর্কে সৌরভ বলেন, ‘এটি খুবই স্পর্শকাতর বিষয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এটা নিয়ে বোর্ড যা ব্যবস্থা নেওয়ার সেটা সঠিক সময়েই নেবে।’ এছাড়া সৌরভ আর কোনো প্রশ্নের উত্তর দেননি।

উল্লেখ্য, বুধবার কোহলি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণার মাত্র ৯০ মিনিট আগে তিনি জানতে পারেন যে, টি-টোয়েন্টি ফরম্যাটের পর ওয়ানডে ফরম্যাটেও অধিনায়ক হিসাবে তার পথচলা শেষ হচ্ছে। বিসিসিআই সেভাবে বিরাটের সঙ্গে যোগাযোগ করেনি বলেও অভিযোগ করেন কোহলি।