লাইফস্টাইল ডেস্ক: যখন আসে নিজের ফ্রিজ কে পরিষ্কার এবং সংগঠিত রাখার কথা, আমাদের মধ্যে অনেকেই এটা করতে কষ্ট পায়। বেচে যাওয়া খাওয়া বা সবজি সবসময় ফ্রিজে কিছু না কিছু থাকে যার কারণ সব গড়বড় হয়ে যায়। একটা বিশৃঙ্খল এবং দুর্গন্ধে ভরা ফির্জে কিছু করা বিরক্তির ব্যাপার হয়ে দাঁড়ায়।
প্রায়ই যদি ফ্রিজের ভিতরে দুধ পরে থাকা দেখুন বা জায়গা কম হওয়ার জন্য ফ্রিজের দরজার থেকে জিনিস পরে যাচ্ছে তাহলে এই সমস্যার সমাধান করার সময় চলে এসেছে। যদি কার্যকর এবং ভালো করে আপনি নিজের ফ্রিজ কে সংগঠিত করতে চান তাহলে এই কয়েকটি উপায় আপনার জন্য।
পাতলা স্বচ্ছ প্লাস্টিকের পট্টি ব্যবহার করুন
যদি দুধ, গ্রেভি, বেছে থাকা খাওয়ার থেকে তৈরী হওয়া দাগ আপনার ফ্রিজের তাক এ লেগে থাকে এবং সেটাকে বারেবারে পরিষ্কার করতে পরিশ্রান্ত হয়ে পরছেন তাহলে এই টিপ টি শুধুমাত্র আপনার জন্য। আপনাকে শুধু ফ্রিজের তাক এর উপর পাতলা প্লাস্টিকের পট্টি লাগিয়ে রাখতে হবে। পরের বার যদি কিছু পরে তাহলে শুধু পটি তা উঠিয়ে ফেলে দিবেন।
‘ইট মি ফার্স্ট’ বক্স রাখবেন
যদি আপনি নিজের স্মরণ শক্তি কম মনে করেন তাহলে এটা আপনার জন্য। প্রায়ই যদি আপনি নিজের ফ্রিজ নানারকম এর সবজি, খাওয়ার, ফল ইত্যাদি দিয়ে ভরে রাখেন আর তারপর সম্পূর্নভাবে ভুলে যান, তাহলে এই ক্ষেত্রে ‘ইট মি ফার্স্ট’ বক্স আপনাকে সাহায্য করতে পারে। যেই জিনিস গুলো জমা হয়ে থাকে সেগুলো খারাপ হয়ে যায়। যাতে অপচয় না হয়, একটা বক্স এ ‘ইট মি ফার্স্ট’ লিখে রাখবেন এবং এর মধ্যে ওরকম জিনিস রাখবেন যেটা আপনি মনে করেন যে বেশিদিন তাজা থাকবে না।
ড্রায়ার ডিভাইডার ব্যবহার করবেন
ড্রায়ার ডিভাইডার এর দ্বারা ফ্রিজের কম জায়গায় কে ভালো করে ব্যবহার করতে পারবেন। সবজি, ফল বা পানীয় সবার জন্য একটি নির্দৃষ্ট জায়গা বানিয়ে নিন। এছাড়া সবকিছু একসঙ্গে রাখলে বাজে গন্ধ বেরোতে পারে, যেটা তে ড্রায়ার ডিভাইডার আপনার সাহায্য করবে।
স্টোরেজ বক্স এর ব্যবহার করুণ
পরিস্কার এবং সংগঠিত ফ্রিজের জন্য সীমিত স্থান কে ভালো করে ব্যবহার করতে হবে। সেটা আপনি স্টোরেজ বক্স ব্যবহার করে করতে পারবেন। আপনি তার মধ্যে সবজি, ফল ইত্যাদি রাখতে পারবেন। তথ্যসূত্র: এনডিটিভি বাংলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।