আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনী বুধবার দাবি করেছে, ইউক্রেনের সেনারা জাপোরিঝিয়া পাওয়ার প্লান্ট দখলের চেষ্টা চালিয়েছিল। কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল ইগোর কোনাশেনকোভ বলেছেন, দিনিপ্রো নদীর উত্তর তীর দিয়ে প্লান্ট দখল করতে ইউক্রেনের সেনারা ৩৭টি নৌকায় করে এসেছিল।
কোনাশেনকোভ দাবি করেছেন, রুশ সেনারা এই আক্রমণ রুখে দিয়েছে এবং সেখানে আসা ইউক্রেনের সেনাদের ধ্বংস করে দিয়েছে।
ইউক্রেনের সেনাদের প্লান্ট দখলের চেষ্টার খবর প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যম আরআইএ নভোস্তি।
গণমাধ্যমটি দাবি করেছে, ইউক্রেনের সেনারা প্লান্ট দখল করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার তীব্র লড়াইয়ের পর এই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।
রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোগোভের বরাতে আরআইএ নভোস্তি তাদের প্রতিবেদনে বলেছে, শহরে গোলাবর্ষণের পর, সেখানে ল্যান্ডিং করার চেষ্টা চালানো হয়, যার মধ্যে ছিল জাপোরিঝিয়া পাওয়ার প্লান্ট দখল করা। কয়েক ঘণ্টা লড়াই হয়। কমপক্ষে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। হামলা রুখে দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।