আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ব্যস্ত হাইওয়েতে নিয়ম মেনেই চলছিল গাড়ি কিন্তু হঠাৎ করেই সেই হাইওয়েতে একটি বিমান অবতরণ করে। অবতরণের পর বিমানটি কয়েক মিটার পর্যন্ত চলতে থাকে ওই হাইওয়েতে। আর অবাক করা সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। অবতরণের পর একটি গাড়ির সঙ্গে বিমানটির ধাক্কা লাগতে দেখা যায় ওই ভিডিওতে। তবে জানা গেছে, ওই ঘটনায় কেউ আহত হয়নি।
বিবিসির এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে। সিঙ্গেল ইঞ্জিনবিশিষ্ট বিমানটি হাইওয়েতে জরুরি অবতরণ করেছিল এবং কিছুটা দূরত্ব পর্যন্ত চালাতেও দেখা গেছে।
অবতরণের ঘটনা ক্যামেরায় ধরা পড়ে, যা পরে মিনেসোটা পরিবহন দফতর টুইট করে জানায়, ‘সত্য! একটি বিমান হাইওয়েতে অবতরণ করেছে।’
ভিডিওতে দেখা যায়, বিমানটি অবতরণের পর যখন মহাসড়কে চলছে, তখন একটি গাড়ি দ্রুতগতিতে ছুটে যাচ্ছে। তারপর চলন্ত বিমানটির সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ হয়। তবে এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।