বাংলাদেশ ব্যাংক আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের নগদ জমা সংরক্ষণে পরিবর্তনের এনেছে । নিয়ম অনুযায়ী এতদিন আমানতের বিপরীতে ৩.৫ শতাংশ সিআরআর হিসেবে জমা করতে হতো। তবে বুধবার থেকে এ নিয়মে পরিবর্তন আসতে চলেছে।
এখন সাড়ে তিন শতাংশ নয় বরং তিন শতাংশ অর্থ জমা রাখলেই যথেষ্ট হচ্ছে। ব্যাংকগুলোর কাছে যেন অতিরিক্ত বিনিয়োগ করার মত তহবিল থাকে বা এ পরিমাণটা আগের থেকেও অনেকটা বৃদ্ধি পায় সে উদ্দেশ্যকে সামনে রেখে এমন পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে যেখানে এসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়মে নগদ জমা সংরক্ষণের হার দিন হিসেবে কমপক্ষে ৩ শতাংশ হবে এবং দুই সপ্তাহের গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে।
এর আগে বাংলাদেশ ব্যাংক জানায়, মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ২৮ দিনের রেপো বন্ধ হবে। এরপর জুনে ১৪ দিনের রেপো বন্ধ হবে। ফলে ব্যাংকগুলো সপ্তাহে ১ দিন মঙ্গলবার শুধু কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদ দিয়ে টাকা ধার করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।