দেশের আর্থিক খাত আবার ঘুরে দাঁড়াচ্ছে। এমনকি ব্যাংকিং খাতের উপর মানুষের ভরসা বাড়তে শুরু করেছে। এজন্য ব্যাংকে ৩৪ হাজার কোটি টাকার আমানত বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এ হিসাব করা হয়েছে। সব মিলিয়ে ছয় মাসে সাড়ে ৩৪ হাজার কোটি টাকার আমানত বৃদ্ধির রেকর্ড হয়েছে।
গত বছরের শেষ দিকে ব্যাংকিং সেক্টরে মোট আমানতের পরিমাণ হবে ১৭ লাখ ৭৭ হাজার ৩১৫ কোটি টাকা। ২০২৫ সালের জুন মাসের শেষদিকে মোট আমানত ছিল ১৭ লাখ ৪২ হাজার ৭৯৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে এটি বেড়েছে প্রায় ২ শতাংশ। দুই শতাংশ মানে ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা।
বিপরীতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় ১৭ লাখ ২ হাজার ৫৮৯ কোটি টাকা। সেই হিসাবে, আমানতের প্রায় ৯৬ শতাংশই ঋণ হিসেবে বিতরণ করেছে ব্যাংকগুলো।
জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল ২ লাখ ৯০ হাজার ৪৩৬ কোটি টাকা। ডিসেম্বর শেষে তা দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৩৪১ কোটি টাকায়। সেই হিসাবে ৬ মাসে বাইরে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।