জুমবাংলা ডেস্ক : গাজীপুরে সোনালী ব্যাংকের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১ জুলাই) শ্রীপুর সোনালি ব্যাংক শাখা ব্যবস্থাপক বাদী হয়ে হিসাবরক্ষক কর্মকর্তা বজলুর রহমান ও অডিট কর্মকর্তা আরিফুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গাজীপুর পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ জানান, ওই শাখার হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া বিল ও অ্যাডভাইস দিয়ে প্রায় আড়াই কোটি টাকা কৌশলে কুড়িগ্রামের নাগেশ্বরী শাখার ট্রান্সফার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীকালে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে, পরিমাণ দেখে সন্দেহ হয়। ব্যবস্থাপক শ্রীপুর শাখায় মুঠোফোনে খোঁজ নিতে গেলে আত্মসাতের বিষয়টি প্রকাশ পায়।
পরে অভিযুক্ত শাহ পালোয়ান মোহাম্মদ স্বপন ও নিখিল চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গত শনিবার (৩ জুলাই) আরও চারজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


