হরিয়ানার পঞ্চকুলায় অবস্থিত এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, একটি তরুণী ব্যাংকের ম্যানেজারের অফিসে ঢুকে তার সঙ্গে হিন্দি গানের তালে রিল ভিডিও শুট করছেন। ভিডিওতে ম্যানেজার তার ডেস্কে বসে কাজ করছেন, আর তরুণী গলা জড়িয়ে ও ঠোঁট মেলে রিল করছেন। এমনকি ভিডিওর এক পর্যায়ে তরুণী ম্যানেজারের গালে চুম্বনও দেন।

ভিডিওতে ব্যবহৃত গানটির কথায় ছিল, সারা দিন তুম কাম করোগে তো পেয়ার কব করোগে। ম্যানেজার অফিসের টেবিলে ছড়িয়ে থাকা কাজের কাগজপত্র দেখেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন না। তরুণীর পরিচয় বা তিনি ওই ব্যাংকের কর্মচারী কিনা, বা ম্যানেজারের আত্মীয় কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি ‘নীতিনত্যাগী’ নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। নেটাগরিকরা এই ঘটনাকে পেশাদারিত্বের অবমাননা এবং কর্মক্ষেত্রের শৃঙ্খলা ভঙ্গের হিসেবে নেন। অনেকেই ম্যানেজারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এক নেটাগরিক মন্তব্য করেছেন, পেশাদারিত্বের নামে উপহাস, অন্য একজন লিখেছেন, কর্মক্ষেত্রের শৃঙ্খলা এবং ভাবমূর্তি উভয়ই গুরুত্বপূর্ণ। এটি লজ্জাজনক ঘটনা।
Work or Reel? SBI Office Video Sparks Outrage!
A reel from a @TheOfficialSBI branch is going viral. A manager is working seriously while a woman dances around him to “Sara Sara Din Tum Kaam Karoge To Pyar Kab Karoge.”
Being a banker, I’m honestly shocked!
This is not… pic.twitter.com/XRzEbsMmbp— Nitin Tyagi (@iNitinTyagi) November 8, 2025
বর্তমানে ব্যাংকের কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রদান করেনি। তবে এই ভিডিওকে কেন্দ্র করে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



