লাইফস্টাইল ডেস্ক : আধুনিক পোশাক আর স্টাইলিশ জুতোতেই এখন আর ‘ফ্যাশনেবল’ শব্দটা আটকে নেই। মেয়েদের জমকালো পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ না থাকলে পুরো ব্যাপারটাই যেন ‘পানসে’ হয়ে যায়। আবার যে ঢোলা ব্যাগ নিয়ে আপনি অফিসে যান, সেই ব্যাগ পার্টি বা ডেটে নিয়ে যাওয়া মানে অন্যদের কাছে নিজেকে হাস্যকর করে তোলা। তাই এমন কিছু ব্যাগের কালেকশন রাখুন যা সবরকম পোশাক বা সব পরিস্থিতিতে মানিয়ে যেতে পারে। এতে আপনার ব্যক্তিত্বে অন্য মাত্রা যোগ করবে।
টোট ব্যাগ: সাধারণত কাপড় বা চামড়ার তৈরি এই ধরনের ব্যাগ আকারে বেশ বড় হয়ে থাকে। ব্যাগের হ্যান্ডেলও যথেষ্ট বড় থাকে। তাই হাতলের ফাঁকে হাত ঢুকিয়ে কনুইয়ে কাছে ঝুলিয়ে রাখতে বেশ সুবিধে হয়। পাশাপাশি টোট ব্যাগে জিনিসপত্র রাখার জায়গাও বেশ বড় থাকে। জিনস-টি শার্ট, শর্ট ফ্লোরাল পোশাকের সঙ্গে এই ধরনের ব্যাগ বেশ মানানসই। বাইরে কোথাও বেড়াতে গেলে এমন ব্যাগ মাস্ট।
স্লিং ব্যাগ: ছোট-বড় উভয়ের মধ্যেই স্লিং ব্যাগের জনপ্রিয়তা তুঙ্গে। একে ক্রসবডি ব্যাগও বলা হয়। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে কাঁধে স্লিং ব্যাগ ঝুলিয়ে নিলে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। মোবাইল, পার্স ছাড়া স্লিং ব্যাগে আর কিছু রাখা সম্ভব নয়।
বক্স ব্যাগ: এটি বক্স আকারের বেশ শক্ত ব্যাগ। যার হাতল সাধারণত ছোট হয়। কালো, বাদামি, চকলেট রংগুলি বেশ জনপ্রিয় এই ধরনের ব্যাগের ক্ষেত্রে। শাড়ি বা গাউনের সঙ্গে হাতে তুলে নেওয়াই যেতে পারে এমন ব্যাগ।
ক্লাচ ব্যাগ: কত রকম ডিজাইন এবং রঙের যে ক্লাচ ব্যাগ হতে পারে তা বলিউডের অভিনেত্রীদের দেখলে বোঝা যায়। পার্টিতে, অ্যাওয়ার্ড ফাংশনে নানান ডিজাইনের ক্লাচ ব্যবহার করতে দেখা যায় তাঁদের। এমনকি সরু চেন দিয়ে কাঁধের একদিকে ঝোলানোর ব্যবস্থাও থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।