আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টির আশায় স্থানীয় রীতি মেনে বিয়ে দেওয়া হয়েছিল দু’টি ব্যাঙের। কিন্তু হিতে-বিপরীত। তুমুল বৃষ্টিতে সবার নাজেহাল হওয়ার মতো অবস্থা। তাই শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো ওই দু’টি ব্যাঙের বিচ্ছেদ করানো হবে। এতে যদি কমে বৃষ্টি।
সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের। গত জুলাইতে ওই ব্যাঙ দু’টির বিয়ে দেওয়া হয়। এরপরই ভোপালে গত দু’মাসে অতিবর্ষণ শুরু হয়। বৃষ্টি থামাতে তাই সম্প্রতি ঘটা করে ব্যাঙ দু’টির বিচ্ছেদ করানো হয়।
ভোপালের ইন্দ্রপুরী এলাকার ওম শিব সেবা শক্তি মণ্ডলের সদস্যরা আচার অনুষ্ঠান করে ব্যাঙদের ওই বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেন।
সংস্থাটির সদস্য সুরেশ আগরওয়াল বলেন, “রাজ্যে বৃষ্টি নামাতে আমরা কাদামাটি দিয়ে তৈরি দুটি ব্যাঙের মধ্যে বিয়ে দিয়েছিলাম। তবে এখন যেভাবে বৃষ্টিপাত হয়েই চলেছে তাতে সমস্যায় পড়েছে মানুষ। তাই এবার বৃষ্টি বন্ধের জন্য আমরা ওই ব্যাঙ দু’টিকে আলাদা করেছি।”
মধ্যপ্রদেশে ভারী বর্ষণের ফলে ব্যাহত সেখানকার স্বাভাবিক জনজীবন। অতিবৃষ্টির ফলে এর মধ্যেই রাজ্যটিতে ৯ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২১৩টি বাড়ি ভেঙে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।