বিনোদন ডেস্ক: শুটিং সেট থেকে প্রপস চুরি নতুন কিছু নয়। অনেক অভিনয়শিল্পীই স্বীকার করেছেন সেট থেকে প্রপস চুরির কথা। এই যেমন কিছুদিন আগে সানিয়া মালহোত্রা জানিয়েছেন তাঁর বহুল প্রশংসিত ছবি ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’-এর সেট থেকে একাধিক শাড়ি চুরির কথা। এবার এ নিয়ে মুখ খুলেলেন রবার্ট প্যাটিনসন।
৪ মার্চ মুক্তির পর থেকেই দুর্দান্ত ব্যবসা করছে তাঁর নতুন ছবি ‘দ্য ব্যাটম্যান’। সমালোচকরাও প্রশংসায় পঞ্চমুখ।
‘দ্য ব্যাটম্যান’-এর শুটিং থেকে মোজা চুরি করতেন রবার্ট প্যাটিনসন।
প্যাটিনসন জানালেন ছবির সেট থেকে চুরির কথা, “সেট থেকে কিছু বাড়িতে নেওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। তবে আমি প্রচুর মোজা নিতে পেরেছিলাম। আমার সব মোজাই ‘ব্যাটম্যান’-এর শুটিং থেকে নেওয়া। ”
বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা আরো বলেন চুরি করে ধরা পড়ার কথাও, ‘ওয়ার্নার ব্রাদার্স আমাকে বারবার বন্ধ [চুরি] করতে বলেছে। তারা বলেছে, দেখ ব্যাপু কয়েকটা নাও তো ঠিক আছে, কিন্তু তুমি তো প্রতিদিনই ওগুলো সরাচ্ছ! তোমার কয় জোড়া মোজা লাগে? আমরা এক বছর ধরে শুটিং করেছি। ’
প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স প্যাটিনসনকে বারবার চুরি বন্ধ করতে বলেছিল।
মোজা চুরি করলেও সেটের অন্য আরো মূল্যবান জিনিস যেমন ব্যাটম্যান স্যুটের দিকে যে প্যাটিনসনের চোখ যায়নি তা না। কিন্তু এরমধ্যে ছবির সিক্যুয়েল মোটামুটি চূড়ান্ত। তাই নতুন ছবির কথা ভেবে লোভ সংবরণ করতে হয়েছে তাকে। তবে ব্রিটিশ তারকা জানিয়েছেন ‘ব্যাটম্যান’ স্যুট পরার অনুভূতি, ‘এটা পরলেই সবার ব্যবহার বদলে যেত। আমি চুপ করে থাকলেও সবার মধ্যে একটা মৃদু পরিবর্তন লক্ষ করেছি। ব্যাটম্যান পোশাক পরলেই শুটিং ক্রুসহ আশপাশের সবাই অন্যভাবে তাকাত। ’
এদিকে মুক্তির দুইদিনে উত্তর আমেরিকার প্রায় সাড়ে চার হাজার সিনেমা হল থেকে ১২৮ মিলিয়ন ডলার ব্যবসা করেছে ‘দ্য ব্যাটম্যান’। যা মহামারি কালের দ্বিতীয় সর্বোচ্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।