স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় প্রথম পর্বে শেষে চট্টগ্রাম পর্বেরও সমাপ্তি ঘটেছে গতকাল। যেখানে দেখা মিলেছে রানের পাহাড়।
আগামীকাল থেকে আবারও ঢাকা পর্ব শুরু হবে। তবে চট্টগ্রাম পর্বে ব্যাট হাতে সফল হয়েছে বিদেশি ব্যাটসম্যানরা। শীর্ষ পাঁচের চারটিই আছে তাদের দখলে।
কিন্ত সর্বোচ্চ উইকেট শিকারে এখন পর্যন্ত শীর্ষে আছে দেশি বোলাররা। শীর্ষ পাঁচের তিনজন বোলারই বাংলাদেশি।
কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটসম্যান ডেভিড মালান চট্টগ্রাম পর্বের শেষদিন মঙ্গলবার রাতে টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন। ম্যাচটি জিতনে না পারলেও এই সেঞ্চুরির সাহায্যে ৬ ম্যাচে ৭৫ গড়ে তিনি ৩০০ রান তুলেছেন। ১৫৬.২৫ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছেন এই ইংলিশ তারকা।
তালিকার পরের তিনটি অবস্থানও বিদেশিদের। ৫ ম্যাচে ৩ হাফসেঞ্চুরিতে ২৫৯ রান নিয়ে দ্বিতীয়স্থানে খুলনা টাইগার্সের রাইলে রুশো, ৭ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে ২৪ রান নিয়ে তিনে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চ্যাডউইক ওয়ালটন। আর ৬ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে ২৩৬ রান করে চতুর্থস্থানে সিলেট থান্ডারের জনসন চার্লস।
শীর্ষ পাঁচে একমাত্র বাংলাদেশি ইমরুল কায়েস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টপঅর্ডার এই ব্যাটসম্যান ৭ ম্যাচে প্রায় ৪০ গড়ে ২৩৫ রানে নিয়ে পাঁচেই জায়গা করে নিয়েছেন।
তবে বোলিংয়ে দেশি বোলাররাই যেন মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার মেহেদী হাসান রানা। ৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি এই ফাস্ট বোলার সবার ওপরে।
দ্বিতীয় স্থানে থাকা রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেলের সঙ্গে তার উইকেট ব্যবধান ৬। তালিকার তিন নাম্বারে রয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের আফগান স্পিনার মুজিব-উর-রহমান। ৬ ম্যাচে ৮ উইকেট পেয়েছেন তিনি। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে চারে রয়েছেন কুমিল্লার বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। আর সমান ম্যাচে সমান উইকেট নিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন চট্টগ্রামের রুবেল হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।