আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ প্রথম ভাগের বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করেছে। সফরের বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আগামীকাল আরব আমিরাতের উদ্দেশে পাড়ি দিবেন। প্রথম ধাপে দেশে ত্যাগের আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাওহীদ হৃদয়।
ক্যারিয়ারের খুব অল্প সময়েই বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন হৃদয়। নাম শোনা যাচ্ছে পরবর্তী অধিনায়কের গুঞ্জনে। দেশের ক্রিকেটের বড় আস্থার জায়গা এই ব্যাটার অবশ্য ভুগছেন অন্য এক সমস্যায়। একেবারেই শুরুর দিন থেকেই ভুগছেন অফসাইডের শট নিয়ে। গণমাধ্যমের মুখোমুখি হলে সেখানেও তার কাছে জানতে চাওয়া হয়েছিল অফ সাইডের দুর্বলতা নিয়ে।
জবাবে হৃদয় অবশ্য উড়িয়ে দিয়েছেন দুর্বলতার কথা, ‘আমার তো মনে হয় না, (অফসাইডে) ঘাটতি আছে। আপনার যদি মনে হয়, তাহলে হয়তো কাজ করে দেখতে হবে। আমার কাছে অমন মনে হয় না যে, ঘাটতি আছে।’
এরপরেই খানিকটা অনুযোগের সুরে হৃদয় বললেন, ‘অন্যান্য দেশের ক্রিকেটাররা যখন এক পাশ দিয়ে রান করে, তখন ঘাটতি থাকে না। তখন ভালো শটস খেলে। আমরা যদি এক পাশ দিয়ে রান করি, তাহলে আমাদের ভেতরে ঘাটতি থাকে।’
হৃদয়ের কাছে অবশ্য এসবের চেয়ে রান করাটাই গুরুত্বপূর্ণ, ‘আমি মনে করি, রান করাটা গুরুত্বপূর্ণ। রান না করতে পারলে তখন বলবেন, রান হচ্ছে না। তাই আমি মনে করি, ঘাটতি চিন্তা না করে যেদিক দিয়ে রান আসবে… রানের খেলা, রান আসাটা গুরুত্বপূর্ণ।’
দলের প্রয়োজনে যেকোনো জায়গাতেই ব্যাট করতে চান– যাবার আগে এমনটাই জানিয়ে রাখলেন হৃদয়, ‘এটি (ব্যাটিং অর্ডার) নিয়ে আমি আগেও অনেক বলেছি। ব্যাটিং অর্ডার নিয়ে আমি কিছু বলতে চাই না। দলের কী চাহিদা, দলের ভালোর জন্য যে সিদ্ধান্ত বা পরিস্থিতি কী চায়, সব কিছু মিলিয়েই ব্যাটিং অর্ডার ঠিক হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।