বিশ্ব ক্রিকেটে এমন ক্রিকেটারের সংখ্যা খুব বেশি নেই যারা ব্যাট এবং বল হাতে সমান তালে পারফর্ম করতে পারেন। আর বাংলাদেশের সাকিব আল হাসান সেই বিরল তালিকার মধ্যে অন্যতম একজন। তাই সবার মনে একটাই প্রশ্ন আসে ব্যাটার সাকিব নাকি বোলার সাকিব, কোনটি বেশি ভালো? তবে সাকিব সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি দর্শকদের হাতে এই প্রশ্ন ছেড়ে দিয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস দলের হয়ে খেলতে সেইন্ট কিটসে পৌঁছান সাকিব। তার দল অ্যান্টিগা তাকে স্বাগত জানিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে সাকিবকে প্রশ্ন করা হয়, ব্যাটার সাকিব নাকি বোলার সাকিব— কে বেশি ভালো? উত্তরে সাকিব বলেন,‘সেটা মানুষই বিচার করবে, আমি শুধু আশা করি এবারের সিপিএলে অ্যান্টিগার হয়ে আমি দুই দিকেই অবদান রাখতে পারব।’
সিপিএল-এর নতুন আসর শুরু হবে শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে। উদ্বোধনী ম্যাচে সাকিবের অ্যান্টিগা মুখোমুখি হবে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের।
সিপিএলে সাকিবের চতুর্থ দল হচ্ছে অ্যান্টিগা। এর আগে সিপিএলের মোট পাঁচটি আসরে জ্যামাইকা তালাওয়াজ, বার্বাডোজ ট্রাইডেন্টস এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলের হয়ে খেলেছেন তিনি। এর মধ্যে, ২০১৩ ও ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াজ এবং ২০১৭ সালে বার্বাডোজের হয়ে শিরোপা জিতেছেন সাকিব। এবার নতুন দল অ্যান্টিগাকে চ্যাম্পিয়ন করতে চান তিনি।
সাকিব বলেন,‘এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ফিরে এসে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম। তারা আমাকে দলে নেয়ার জন্য আমি কৃতজ্ঞ এবং সিপিএল খেলতে আমি সত্যিই মুখিয়ে আছি। আমি একাধিক দলের হয়ে একাধিক সিপিএল শিরোপা জিতেছি। এবার তৃতীয় দলের হয়ে শিরোপা জিততে পারব, এটাই আশা করি।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel