ভারতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ থেকে ৩ পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচগুলোতে ব্যাটিং ব্যর্থতায় হার মেনেছে লাল-সবুজের মেয়েরা। দেশে ফিরে সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশে ফেরেন টাইগ্রেসরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি আমার ব্যাটিংটা ঠিকভাবে করতে পারিনি। আমার অফ ফর্মটা দলকে বেশ ভুগিয়েছে বলে মনে হয়। টপ অর্ডারে আমি যখন ব্যাট করি, ভালো স্কোর পেলে অন্যরকমভাবে ইনিংস গড়তে পারি। কিন্তু এবার সেটা দলকে দিতে পারিনি।
নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেও কিছু সতীর্থের প্রশংসা করতে ভোলেননি তিনি। জ্যোতি বলেন, সুপ্তা আপু নিয়মিত রান করেছে, সোবহানা খুব ভালো খেলেছে। স্বর্ণা এবং ঝিলিকও শুরুটা ভালো দিয়েছে। কিন্তু দল হিসেবে ধারাবাহিক হতে না পারলে এসব পারফরম্যান্স কাজে আসে না। যদি আমরা সবাই মিলে ধারাবাহিক হতে পারি, তাহলে বড় ম্যাচ জেতাও সম্ভব হবে।
বিশ্বকাপে পেসার মারুফা আক্তারের পারফরম্যান্স নিয়ে কিছুটা হতাশার কথাও জানান অধিনায়ক। তার ভাষায়, মারুফা নতুন বলে ধারাবাহিক ছিল, কিন্তু দুই-একটা ম্যাচে ওর পারফরম্যান্সে পতন এসেছে। পাওয়ার প্লে শেষে ওকে দিয়ে মিডল ওভারে বোলিং করানো কঠিন হয়ে যাচ্ছিল, কারণ ও ছন্দ পাচ্ছিল না। লাইন-লেন্থও ভালো ছিল না, রান লিক হচ্ছিল। তাই ওকে ব্যবহার করা কঠিন হয়ে পড়েছিল।
ব্যাটিং ব্যর্থতা ও ছন্দহীন বোলিংয়ে এবার কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও ভবিষ্যতে দল হিসেবে আরও শক্তভাবে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ নারী দলের এই অধিনায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



