স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল ও দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের ১১তম ম্যাচ খেলতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমবারের মতো এবারের আসরে খেলতে নামলেন ক্যারিবিয়ান দানব। আর ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরলেন মাহমুদউল্লাহ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও টুর্নামেন্টের ৩৬তম ম্যাচে গেইল-মাহমুদউল্লাহকে নিয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের আসরে চট্টগ্রাম-রাজশাহীর এটি এগারতম ম্যাচ। আগের ১০ ম্যাচে ৭টি জয় ও ৩টি পরাজয়ে সমান ১৪ পয়েন্ট রয়েছে রাজশাহী ও চট্টগ্রামের। যার মাধ্যমে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে এই দুই দল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ক্রিস গেইল, লেন্ডন সিমন্স, ইমরুল কায়েস, চাঁদউইক ওয়ালটন, নাসুম আহমেদ, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস, জিয়াউর রহমান ও রুবেল হোসেন।
রাজশাহী রয়্যালস একাদশ : আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, ইরফান শুক্কুর, রবি বোপারা, অলক কাপালি, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম ও মোহাম্মদ ইরফান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।