জুমবাংলা ডেস্ক : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সকালে তার একান্ত সহকারী আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
Table of Contents
দেশে ফেরার পর পুনরায় আইন পেশায় সক্রিয় হন
গত বছরের ২৬ ডিসেম্বর দীর্ঘ ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দেশে ফিরে তিনি আবারও সক্রিয়ভাবে আইন পেশায় যুক্ত হন। ২০২৪ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার জুনিয়ররা তাকে সংবর্ধনা দেন।
রাজনৈতিক পরিচয় ও পদত্যাগ
একসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর তিনি দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে যান। সেখানে অবস্থানকালে, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি জামায়াত থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হন। ২০২৫ সালের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন।
আইন পেশায় অবিচল থাকার অঙ্গীকার
দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, “আমি একজন কোর্ট রুম ব্যারিস্টার। আমি আইন পেশায় থেকেই দেশের জন্য কাজ করতে চাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন দুটোই সম্ভব হবে।”
ব্যক্তিগত ও পেশাগত প্রেক্ষাপট
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৪ সালে আপিল বিভাগের আইনজীবী এবং ২০০২ সালে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি লাভ করেন। ১৯৯০ সালে তিনি ‘দ্য ল’ কাউন্সেল’ নামে একটি আইনি প্রতিষ্ঠানও গঠন করেন।
আরও পড়ুন: পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্ব শোকস্তব্ধ
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘ আইনি ও রাজনৈতিক জীবনের পর তিনি সম্প্রতি দেশে ফিরে পুনরায় আইন পেশায় যুক্ত হন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।