কয়েক ঘণ্টা পরেই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ীর নাম জানা যাবে। এ জন্য অবশ্য প্যারিসের বিখ্যাত থিয়াত্র দ্যু শাতলে চোখ রাখতে হবে। তবে রাত ১২টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানের আগেই শুধু একজনই এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম জেনে গেছেন। আর সেই একজন হচ্ছেন ভিনসেন্ট গার্সিয়া।
তিনি ছাড়া আর কেউই জানেন বলে জানিয়েছেন ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক। ফ্রান্স ফুটবলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘টেলিফুটকে’বলেছেন, ‘আমি একমাত্র ব্যক্তি যে ব্যালন ডি’অর বিজয়ীর নাম জানি। এই পুরস্কার জেতার মানদণ্ড খুবই স্পষ্ট ব্যক্তিগত পারফরম্যান্স, ফল এবং অবিস্মরণীয় পারফরম্যান্স, ট্রফি, পাশাপাশি মাঠ এবং মাঠের বাইরে ভালো আচরণ।’
আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা না করা পর্যন্ত তথ্য গোপন রাখতে অঙ্গীকারবদ্ধ গার্সিয়া।
গোপন রাখতে গিয়ে যদি কারো সঙ্গে সম্পর্ক নষ্টও হয় তাতেও রাজি তিনি। ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক বলেছেন, ‘ব্যালন ডি’অর বিজয়ী? আমি সেই গোপন তথ্য শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখব। এমনকি এর ফলে যদি কিছু মানুষের সঙ্গে সম্পর্ক খারাপও হয়। শেষ মুহূর্ত পর্যন্ত এটা রক্ষা করতে চাই।’
আজ যিনি বিজয়ী হবেন তিনি রোনালদিনহোর কাছ থেকে ট্রফিটা নেবেন। ২০০৫ সালে ব্যালন ডি’অর জেতেন বার্সেলোনা ও ব্রাজিল কিংবদন্তি। তার হাত থেকে পুরস্কারটি নেওয়ার সম্ভাবনা রয়েছে উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও ভিতিনহাদের। বিশেষ করে ফ্রান্স ও পিএসজির স্ট্রাইকার দেম্বেলের। দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি।
দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বনেতাদের সম্মেলন আজ, ‘সার্কাস’ বলল ইসরাইল
সঙ্গে সর্বশেষ মৌসুমে ট্রেবলও জিতেছে প্যারিসের ক্লাবটি। ২০২৪-২৫ মৌসুমে সব মিলিয়ে ৩৫ গোল করেছেন তিনি। সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১৬টি। চ্যাম্পিয়নস লিগে ৮ গোলের বিপরীতে অ্যাসিস্ট করেছেন ৬টি। অন্যদিকে ২১ গোলের বিপরীতে ২৬ গোলে সহায়তা করা লামিনের ক্লাব বার্সেলোনা সতীর্থ রাফিনিয়া করেছেন ৩৯ গোল ও ২৫ অ্যাসিস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।