আর্জেন্টিনা সমর্থকদের টিস্যু রেখে ব্রাজিলের খেলা দেখতে বললেন মিম

ব্রাজিলের খেলা দেখতে বললেন মিম

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই শুরু হয়েছে কাতার বিশ্বকাপ ফুটবল। এই উন্মাদনায় এখন গোটা বিশ্ব মেতে উঠেছে। প্রতি আসরের মতো এবারও বাংলাদেশে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা কাজ করছে। গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে আগ্রহের কমতি সমর্থকদের। আর স্বাভাবিকভাবে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থক চোখে পড়ার মধ্যে।
ব্রাজিলের খেলা দেখতে বললেন মিম
এদিকে দেশের শোবিজ-সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও বিশ্বকাপ ফুটবলে উন্মাদ! তেমনই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই নায়িকার প্রিয় দল ব্রাজিল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিলের ম্যাচকে ঘিরে রসিকতা করতে বাদ যাননি মিম।

এদিন রাত সাড়ে ৮টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন মিম। ছবিতে ব্রাজিলের জার্সিতে দেখা গেছে সুন্দরী অভিনেত্রীকে।

এছাড়া ছবির সঙ্গে দুই বাক্যের একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন তিনি। যেখানে লিখেছেন, “আর্জেন্টিনা ফ্যানরা আজকে ব্রাজিলের ম্যাচ দেখতে ভুলবেন না কিন্তু। আর সঙ্গে টিস্যু রাখবেন অবশ্যই; আপনাদের কাজে লাগবে।”

প্রসঙ্গত, চলতি বছর মিম অভিনীত ‘পরাণ’ সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এরপর আবার ‘দামাল’ সিনেমা মুক্তি পায়। সিনেমা দুটিতে তার অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে।

বিয়ের ১০ বছর পর মা হচ্ছেন অভিনেত্রী নেহা