স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের ক্ষুরধার আক্রমণভাগ খুব চেনা ফুটবল দুনিয়ার কাছে। সেটা আরও একবার প্রত্যক্ষ করল ফুটবল প্রেমীরা। তবে সেটা ভয়ানকভাবে।
বাভারিয়ানদের আক্রমণের তোড়ে অসহায় হয়ে পড়েছিল বার্সেলোনা। আর বায়ার্ন দেখিয়েছে তাদের ভয়ানক রূপ। বার্সাকে দুর্বল দলে পরিণত করতে পুরো কৃতিত্বের দাবীদার কোচ হানসি ফ্লিক। তার জার্মান জায়ান্ট ক্লাবের ফুটবল জাদুর কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলের লজ্জাজনক হারের রেকর্ড গড়েছে বার্সা।
২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই বিজয়ী দলে ছিলেন ৩০ বছরের টমাস মুলার। এ তারকা মিডফিল্ডারের মতে, ব্রাজিলের সেই হারের ম্যাচে জার্মানির চেয়ে এ ম্যাচে আরও বেশি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে বায়ার্ন। পুরো ম্যাচে বায়ার্ন শাসন করে গেছে।
বায়ার্ন প্লেমেকার মুলার বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে আমরা ঠিক এভাবে আধিপত্য বিস্তার করে খেলতে পারিনি। হ্যাঁ, এটা ঠিক আমরা ভালো খেলেছিলাম। কিন্তু আজ রাতে আরও বেশি নিষ্ঠুরভাবে আমরা প্রতিপত্তি দেখিয়ে খেলেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।