ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও বর্তমান ব্রাজিল জাতীয় দলের সমালোচনা করে বললেন, তাদের মধ্যে জয়ের ক্ষুধা আগের মতো নেই। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের প্রজন্মের জয়ের ক্ষুধা ছিল আরও বেশি।
তারা যদি বুঝতে পারে, জয়ের জন্য এই ক্ষুধা কতটা জরুরি, তাহলে হয়তো তারা আবার জিতবে। ”
রোমারিও আরও বলেন, “আমি দেখি এখনকার ফুটবলাররা ক্লাবের জন্য অনেক বেশি খেলছে, জাতীয় দলের জন্য ততটা নয়। জানি না তারা ইচ্ছা করে খেলার গতি কমায় কিনা, তবে মনোভাবের পার্থক্য স্পষ্ট। আমাদের সময়ে আমরা ক্লাব এবং জাতীয় উভয়ের জন্যই সমান নিবেদিত ছিলাম। এটা বড় পার্থক্য। ”
রোমারিও ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচে ৫৫টি গোল করেছেন। তিনি ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ১৯৮৯ ও ১৯৯৭ সালের কোপা আমেরিকা এবং ১৯৯৭ সালের কনফেডারেশনস কাপ জিতেছিলেন। তিনি বলেন, “জাতীয় দল অন্যরকম। আমি গর্বিত যে দলটির হয়ে খেলেছি, বিশেষ করে যে সব শিরোপা জিতেছি। জাতীয় দল আমার ক্যারিয়ারকে বিশেষ করে তুলেছিল। আমি সব সময় জীবন দিয়ে খেলেছি। ”
সাবেক এই স্ট্রাইকার আরও স্বীকার করেন, ফিটনেসের গুরুত্ব কতটা, বিশেষ করে অবসরের পর তা টের পেয়েছেন, “খেলোয়াড়ি জীবনে ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে যখন সেটা হারাতে শুরু করলাম, বুঝলাম, থামার সময় এসে গেছে। যদিও সেটা কঠিন ছিল। অবসরের পর প্রথম কয়েক মাস, এমনকি প্রথম বছরটাও, বারবার মনে হতো, আরও কিছুদিন খেলতে পারতাম। ”
কয়েক সপ্তাহ আগে নিজের ইউটিউব চ্যানেলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে রাফিনহাকে সাক্ষাৎকার দেন রোমারিও। সেখানে রাফিনহা বলেন, “আমরা আর্জেন্টিনাকে হারাবো। ” কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিল ১-৪ গোলে পরাজিত হয়। এ নিয়ে পরে রোমারিও মন্তব্য করেন, “ওর কথার প্রভাব বেড়ে যায় কারণ তারা বাজেভাবে হেরেছে। এখন যারা মাঠে আছে, তাদের হারানো মানে তরুণ খেলোয়াড়দের হারানো। “
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।