স্পোর্টস ডেস্ক : হেক্সা জয়ের মিশনে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল। আগের দিন ব্রাজিলের টিভি চ্যানেল ‘গ্লোবো নেটওয়ার্কে’ ফাঁস হওয়া সে একাদশ নিয়েই মাঠে নামছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তারা প্রকাশ করেছে ম্যাচের একাদশ। কাতারের লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় গড়াবে ম্যাচটি।
২০০২ সালের পর থেকে গত চারটি বিশ্বকাপ ট্রফি খরায় কাটিয়েছে ব্রাজিল। কাতারে এবার আক্ষেপ মেটাতে চায় তিতের দল। একঝাঁক তারকাসমৃদ্ধ স্কোয়াডে ঘাটতি নেই কোনো পজিশনেই। প্রতিপক্ষকে ভড়কে দিতে গোপনীয়তা রাখা হয়েছে রণকৌশল নিয়েও। বিশ্বকাপকে সামনে রেখে দলটির অনুশীলন পর্ব অনুষ্ঠিত হয়েছে ক্লোজডোরে।
৪-২-৩-১ ফর্মেশনে গোলরক্ষকের দায়িত্বটা থাকবে অ্যালিসনের কাঁধে। তার সামনে সিলভা-মারকুইনসের সঙ্গী হবেন দানিলো আর অ্যালেক্স সান্দ্রো। মিডফিল্ডে থাকবেন ক্যাসেমিরো ও লুকাস পাকেতা। এরপর মধ্যমনি নেইমার, যার দুপাশে থাকবেন ভিনিসিয়ুস আর রাফিনিয়া। সেন্টার ফরোয়ার্ডের দায়িত্বটা থাকবে রিচার্লিসনের কাঁধে।
এদিকে ব্রাজিলকে রুখতে ৩-৫-১-১ ফর্মেশনে দল সাজিয়েছে সার্বিয়ার কোচ ড্রাগন স্টোকোভিচ।
দুই দলের এখন পর্যন্ত দুবারের দেখায় শতভাগ জয় ব্রাজিলের পক্ষে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সেলেসাওরা ২-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। তার আগে ২০১৪ সালে প্রীতি ম্যাচের দেখায় ১-০ গোলে জয় তুলে নেয় ব্রাজিল।
ব্রাজিলের একাদশ
গোলরক্ষক: অ্যালিসন বেকার
রক্ষভাগ: থিয়াগো সিলভা, মারকুইনস, দানিলো, অ্যালেক্স সান্দ্রো
মিডফিল্ড: ক্যাসেমিরো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও রিচার্লিসন
সার্বিয়ার একাদশ
গোলরক্ষক: মিলিনকোভিচ
রক্ষণভাগ: মিলোস ভেলকোভিচ, নিকোলো মিলেনকোভিচ, পাবলোভিচ
মিডফিল্ড: ফ্লিপ ম্যালাদেনোভিচ, মিলিনকোভিচ, নেমানজা গুদেলজ, সাসা লুকিচ, জিভকোভিচ
ফরোয়ার্ড: দুসান তাদিচ, আলেক্সান্দার মিত্রোভিচ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।