স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিল। দেশটিতে ব্যাপক আর্থসামাজিক সংকট থাকলেও কোনো কালেই ফুটবল খেলোয়াড়দের সংকটে ভোগেনি। এমনকি সেলেসাওদের ছাড়া ফুটবলকে কল্পনাও করা যায় না। অনেকেই বলে, ফুটবল যদি খেলার রাজা হয়, ব্রাজিল হচ্ছে তার মুকুট। কারণ, যুগ যুগ ধরে লাখো-কোটি ক্রীড়াপ্রেমীকে সাম্ভার দোলায় মাতিয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
বিশ্ব ফুটবলের সবচেয়ে সফলতম এই দলটির আছে রাজসিক ঐতিহ্য। যা তাদের ফুটবল প্রেমীদের কাছে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে। এই ব্রাজিলই জন্ম দিয়েছে পেলে, গ্যারিনচা, কাফু, কার্লোস দুঙ্গা, রিভেলিনো, জর্জিনহো, জিকো, রোমারিও, সক্রেটিস, রোনালদো নাজারিও, রোনালদিনহো, থিয়াগো সিলভা এবং হালের সেনসেশন নেইমার জুনিয়রদের মতো কিংবদন্তিদের।
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠা মানেই যেন শিরোপা ব্রাজিলের! এখন পর্যন্ত ২২টি আসরের মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছে সেলেসাওরা। সর্বোচ্চ সাত বার ফাইনালে উঠে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সালে শিরোপা জিতেছে তারা। এ ছাড়াও ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের পর থেকে আর কখনোই বিশ্বকাপ থেকে বাদ পড়েনি তারা।
ব্রাজিল ১৯১৪ সালে আন্তর্জাতিক খেলা শুরু করে। প্রায় ১১০ বছর ধরে আন্তর্জাতিক ফুটবল মাতানো ব্রাজিলের ফুটবলাররা কেবল নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্বই করেন না, ইউরোপসহ সারা বিশ্বে ফুটবলার রপ্তানিও করে থাকে। আর ফুটবলার রপ্তানিতে বিশ্বের এক নম্বর দেশের নাম ব্রাজিল। ফুটবলের যদি হাতেগোনা কয়েকজন কিংবদন্তি থাকে তবে অধিকাংশই ব্রাজিলের।
এমন এক দেশের সর্বকালের সেরা একাদশ যদি নির্বাচন করতে হয় তবে কেমন হবে সে একাদশ। ফুটবলের এই পুন্যভূমির সর্বকালের সেরা একাদশ সাজানোটা কষ্টসাধ্য এবং তা তর্কের গোড়াপত্তন করার গুণ রাখে। অনেক ফুটবল গবেষক ব্রাজিলের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করতে গিয়ে রীতিমতো হিমশিম খায়। তবে সম্প্রতি আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল চ্যাট জিপিটি নির্বাচন করেছে ব্রাজিলের সর্বকালের সেরা একাদশ।
যেখানে রোনালদিনহো-নেইমারের মতো তারকারাও বাদ দেয়া হয়েছে।
চ্যাটজিপিটির ব্রাজিলের সর্বকালের সেরা একাদশ : ক্লাউডিও টাফারেল (গোলরক্ষক), রবার্তো কার্লোস, লুসিও, থিয়াগো সিলভা, কাফু, কার্লোস দুঙ্গা, রিভেলিনো, জর্জিনহো, জিকো, রোনালদো ও পেলে।
রাতে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন ম্যাচের সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।