আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে প্রাণহানি আরও বেড়েছে। নতুন করে বারোশো ছাড়ানো মৃত্যু নিয়ে মোট মৃত্যু সংখ্যা ৫০ হাজারের আরও কাছে গিয়ে পৌঁছেছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ব্রাজিলে করোনাভাইরাসে নতুন করে ১ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। তাতে লাতিন আমেরিকার দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭৪৮ জন। করোনাভাইরাসে মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি।
আক্রান্তেও দ্বিতীয়স্থানে ব্রাজিল। মোট সংখ্যা সংখ্যা এগিয়ে যাচ্ছে ১০ লাখের দিকে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ লাখ ২০ হাজার মানুষ।
এদিকে, বিশ্বজুড়ে আক্রান্ত ৮৫ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৩০ হাজার।
আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা তিন তালিকাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২০ হাজার। আর সুস্থ মানুষের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার।
আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে রাশিয়া, ৫ লাখ ৬১ হাজার। মৃত্যুর তালিকায় তৃতীয়স্থানে যুক্তরাজ্য, ৪২ হাজার ছাড়িয়েছে।
উপমহাদেশের মধ্যে আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার।
আক্রান্তের তালিকায় বাংলাদেশ আছে সপ্তদশ স্থানে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার; এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৩ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।