ব্রাজিলের রিও ডি জেনেইরো কেঁপে উঠেছে রক্তাক্ত এক অভিযানে। মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের বৃহৎ অভিযানে এখন পর্যন্ত ১৩২ জনের প্রাণহানি ঘটেছে—যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ সহিংস অভিযান বলে মনে করা হচ্ছে।
গত মঙ্গলবার রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের ঘনবসতিপূর্ণ পেনহা কমপ্লেক্স ও আলেমাও কমপ্লেক্স এলাকায় এ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পরদিন বুধবার রাজ্য পাবলিক ডিফেন্ডার অফিস এই ভয়াবহ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে।
বুধবার ভোরে পেনহা এলাকার রাস্তায় অন্তত ৫০টি মরদেহ ছড়িয়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ক্ষোভে বলেন, “রাষ্ট্র গণহত্যা চালিয়েছে। এটা কোনো পুলিশি অভিযান নয়, ওরা এসেছিল হত্যা করতে।”
রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো প্রথমে জানান, অভিযানে ৬০ জন নিহত হয়েছেন। তবে তিনি সতর্ক করে দেন—“প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে, মরদেহগুলো এখনো হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”
আড়াই হাজার পুলিশ সদস্য অংশ নেন সামরিক ধাঁচের এ অভিযানে, যার লক্ষ্য ছিল রিওর সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন ‘কমান্ডো ভার্মেলহো’ (রেড কমান্ড)। এই অভিযানে চারজন পুলিশ সদস্যও প্রাণ হারান।
রিও ডি জেনেইরো কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী ওই অভিযানের সময় সংঘর্ষে ‘৬০ জন অপরাধী’ নিহত হয়েছে। তবে ৩৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা অধিকারকর্মী রাউল সান্তিয়াগো বলেছেন, ‘এমন কয়েকজন ব্যক্তি আছেন, যাদের মূলত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের অনেকের মাথার পেছনে গুলি করা হয়েছে, পিঠে গুলি করা হয়েছে। এটিকে জননিরাপত্তা হিসেবে বিবেচনা করা যায় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



