জুমবাংলা ডেস্ক : বিশ্বকাপ ফুটবল ছাড়াও আমাদের দেশে বেশ উন্মাদনা চলে জনপ্রিয় এই খেলা নিয়ে। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, পর্তুগালসহ তারকা ফুটবলারদের দল নিয়ে।
এখন কোপা আমেরিকার ৪৮তম আসর চলছে। ইতোমধ্যে শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। আগামী শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
তবে এই গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে মাঠে নামে ব্রাজিল। ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আগে গোল করেও কোনো সুবিধা করতে পারেনি ভিনিসিয়ুসরা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্রাজিল দলকে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেও উরুগুয়ের মুখোমুখি হতে হবে সেলেসাওদের। আর ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকা ২-১ গোলে প্যারাগুয়েকে পরাজিত করতেও পারলেও ১ পয়েন্ট নিয়ে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে ব্রাজিল।
এবার কোস্টারিকার বিপক্ষে গোলহীন ড্র দিয়ে কোপা আসর শুরু করেছিল ব্রাজিল। তারপর ৪-১ গোলে প্যারাগুয়েকে পরাজিত করার পর অনেকটাই ছন্দে ফেরার আভাস দিয়েছিল দলটি। কিন্তু সেটি আর হলো না। কলম্বিয়ার বিপক্ষে আবারও ছন্দপতন দেখালো ব্রাজিল। আর আলোচিত দলটির এমন ছন্দপতনে প্রতিক্রিয়া থাকা স্বাভাবিক।
সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলের এই ছন্দপতন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেন ও সমর্থকরা। এর মধ্যে দেশীয় ফুটবল ভক্তদের মধ্যে রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। নির্মাতা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা কচি খন্দকারও প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ অভিনেতা ব্রাজিল দলকে একটি স্কুল টিমের সঙ্গে তুলনা করেছেন। বুধবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কচি খন্দকার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘ব্রাজিলের জন্য বেদনা হয়। ব্রাজিল আর হাতেম আলী মেমোরিয়াল ফুটবল টিম এক কাতারে দাঁড়িয়ে গেছে। আহ ব্রাজিল তুমি ফিরে এসো।’
এদিকে ব্রাজিল দলের ছন্দপতন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় পোস্টটি নিয়ে সমালোচনা করছেন একাংশ। অবশ্য ফেসবুকে কেন এ ধরনের পোস্ট দিয়েছেন, তাও জানিয়েছেন অভিনেতা কচি খন্দকার। পরবর্তীতে তিনি অন্য একটি স্ট্যাটাসে একটি নাটকের লিংক দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ব্রাজিল ভাইদের বলছি এই টেলিফিল্মটা দেখুন। কেন আমি ব্রাজিলের সঙ্গে হাতেম আলি মেমোরিয়াল ক্লাবের মিল খুঁজে পেয়েছি। হায় ব্রাজিল, হায় ব্রাজিল, হায় ব্রাজিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।