স্পোর্টস ডেস্ক : কদিন পরই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আর সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর তাতে শক্তিও কমে গিয়েছে দলটির।
২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে মাংসপেশির চোটে পড়েছেন আক্রমণভাগে আর্জেন্টিনার প্রাণ লাউতারো মার্তিনেজ। যে কারণে আসন্ন ম্যাচ দুটিতে এই তারকা ফরোয়ার্ডের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে আগে থেকেই চোটের কারণে এই ম্যাচ দুটিতে খেলা হচ্ছে না লিওনেল মেসির। যে কারণে নতুন করে মার্তিনেজের চোট বড় দুশ্চিন্তার কারণ আর্জেন্টিনার জন্য।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফেইনুর্দের বিপক্ষে ইন্টার মিলানের হয়ে ম্যাচসেরা হন মার্তিনেজ। কিন্তু চোটের কারণে পরের লেগে খেলতে পারেননি তিনি। অবশ্য ৪-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তার দল। এদিকে মার্তিনেজের ফেরা নিয়ে স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনা। যদিও এখন চোটের কারণে সেটি নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তবে এর মধ্যে স্বস্তির খবরও আছে। গতকাল জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেছেন মার্তিনেজ। যদিও পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মাংসপেশির অস্বস্তি আছে এই উইঙ্গারের। যে কারণে তাকে পর্যবেক্ষণ করছেন আর্জেন্টাইন টেকনিক্যাল স্টাফরা। তাই উরুগুয়ের বিপক্ষে তার ম্যাচে খেলা নিয়ে নিশ্চয়তা নেই। তবে ধারণা করা হচ্ছে, ব্রাজিল ম্যাচে তাকে পেতে খুব একটা সমস্যা হবে না।
এদিকে মার্তিনেজ না থাকলে তার জায়গায় কাকে খেলানো হবে সেটা নিয়েও ভাবতে হচ্ছে স্কালোনিকে। এক্ষেত্রে নিকোলাস গঞ্জালেসকে ভাবা হচ্ছে। জুভেন্তাসের এই তারকাকেই বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।
উল্লেখ্য, আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে আগামী ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।