স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার আগে চলতি মাসে দুইটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচের আগে ব্রাজিল দল যেন পরিণত হয়েছে হাসপাতালে। একের পর এক ফুটবলার ছিটকে যাচ্ছেন চোটের কারণে। অ্যালিসন বেকার, এডারসন, মার্টিনেল্লি, মার্কিনিয়োসের পর এবার ইনজুরির কারণে আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।
জানা যায়, ইনজুরির কারণে স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না ব্রাজিলের ক্যাসেমিরোর। ইনজুরি থেকে কিছুদিন আগে সুস্থ হয়ে রেড ডেভিলদের হয়ে মাঠেও নেমেছিলেন তিনি। তবে নতুন করে আবারও ইনজুরিতে পড়ায় আসন্ন দুই ম্যাচ খেলা হচ্ছে না তারকা এই ফুটবলারের। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রাজিলের ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত ইনজুরির কারণে মূল স্কোয়াডের চারজন ফুটবলার ছিটকে গেছে ব্রাজিলের। আর ৫০ জনের প্রাথমিক তালিকার ফুটবলারদের মধ্যে ১৩ জনই রয়েছেন ইনজুরিতে। এমন অবস্থায় স্পেন, ইংল্যান্ডের ম্যাচের জন্য দল গঠন করাই যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের জন্য।
ক্যাসেমিরোর ইনজুরির তথ্য নিশ্চিত করে ব্রাজিল কোচ বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা তাকেও পাচ্ছি না। তার জায়গায় পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেলা মিডফিল্ডার পেপেকে ডাকা হয়েছে। আমাদের টিম চিকিৎসক রদ্রিগো লাসমারের একটি প্রতিবেদন পেয়েছি যেখানে বলা হয়েছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ৫০ জনের মধ্যে ১৩ জনই ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে রয়েছেন।’
উল্লেখ্য, ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ও ২৬ মার্চ স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।