জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাবা খলিল মিয়া (৫৫) ও ছেলে মো. আসিফ (২০)। তারা ওই এলাকার বাসিন্দা।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সকালে খলিল মিয়া ও তার ছেলেকে নিয়ে তার ভাতিজার বিয়ে বাড়িতে যান। এ সময় শত্রুতার জেরে প্রতিপক্ষের মনাক ডাকাত ও তার ছেলেরা তাদের ওপর গুলি চালায়। তাদের আহত অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে। পুলিশের অভিযান চলছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।