জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে স্থানীয় সুর স¤্রাট আলউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ূম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।
অনুষ্ঠানে পাঁচজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও ২২ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৮০ জন প্রতিবন্ধীর হাতে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ায় মোট প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৫০ হাজারের বেশী। তাদেরকে প্রতিমাসে জনপ্রতি ৭৫০ টাকা ভাতা প্রদান করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।