Advertisement
জুমবাংলা ডেস্ক : হেফাজত ইসলাম কর্তৃক বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাঙচুর ও আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন হেফাজত ইসলামের কর্মীসমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটিসহ সর্বমোট ৫৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে। এসকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।