জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, অবৈধ অস্ত্র এবং অবৈধ মোটরসাইকেলসহ অপরাধীদের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সম্মেলন কক্ষে ডিজিটাল অ্যাপস্ সম্পর্কিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম এখন ডিজিটাল অ্যাপস্ এর মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এতে করে পুলিশের কাজে গতি ফিরেছে। কোনো পুলিশ সদস্য কাজে ফাঁকি দিচ্ছেন কিনা সেটি সহজেই দেখা যাবে। মামলা সংক্রান্ত চাপ অনেকাংশে কমে এসেছে।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, অপরাধী যারাই হোক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে মাদক, চোরাকারবারি, কিশোর অপরাধ এবং মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান হবে। পাশাপাশি যারা মোটরসাইকেলে প্রেস লাগিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) মো. আবু সাঈদ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।