ব্রিটিশ নায়কের সঙ্গে একান্তে শ্রাবন্তী, এবার ইংলিশদের ঘরে যাচ্ছেন অভিনেত্রী!
বিনোদন ডেস্ক: টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার জীবনের গল্পও খানিকটা সিনেমার মতোই। ঝড়ঝাপটা কম যায়নি। তবে তিনি সদা হাসিখুশি থাকেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি।
এর মাঝে বুধবার তাকে দেখা গেল ব্রিটিশ তারকার সঙ্গে। তা হলে কি টলিউডের গণ্ডি পেরিয়ে হলিউড ঘরে অভিনয় করবেন অভিনেত্রী?
সম্প্রতি বলিউড ছেড়ে হলিউডদের দিকে ঘেঁষেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারা। মন্থর গতিতে হলেও সাফল্য পেয়েছে তারা। অন্যদিকে, প্রিয়াঙ্কা এখন রীতিমতো আন্তর্জাতিক তারকা। বলিউড অভিনেত্রীর তকমা খাটে না তার নামের পাশে। তেমন কোনো পরিকল্পনা কি রয়েছে টলিপাড়ার শ্রাবন্তীরও?
খানিক হেসে শ্রাবন্তী বলেন, ইচ্ছা তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি। পাশপাশি নায়িকা এ-ও স্পষ্ট করে বলেন ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনো ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে।
সিরিয়াল কিলিংয়ের গল্পে আবর্তিত ছবির চিত্রনাট্য। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। গোটা শুটিংটাই হয়েছে লন্ডনে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.