বিনোদন ডেস্ক : আমির খানের জন্মদিন শনিবার। করোনাভাইরাসের কারণে বিশেষ দিনের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন মিস্টার পারফেকশনিস্ট। সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করে সেলিব্রেশনও হবে না। একদম ঘরোয়া আয়োজনেই জন্মদিন পালন করবেন।
জন্মদিনে জানা যাক, এই অভিনেতার লাভ লাইফের খবর। তিনি দুইবার বিয়ে করেছেন। তবে শোনা যায়, প্রেমিকার গর্ভে তার এক সন্তান রয়েছে। যাকে আমির অস্বীকার করেছেন।
সিনেমায় আসার আগে মাত্র ২০ বছর বয়সে রিনা দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির খান। রিনার সঙ্গে প্রায় ১৬ বছর সংসার করার পর বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান জুনায়েদ ও ইরা মায়ের সঙ্গেই থাকেন।
রিনার সঙ্গে বিচ্ছেদের মাঝেই জেসিকা হাইনস নামে এক ব্রিটিশ লেখিকা তথা সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। শোনা যায়, তাদের এক সন্তান রয়েছে। আমির খানের সঙ্গে লিভ ইন করার সময়ই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেসিকা। কিন্তু নায়ক সেই সম্পর্ককে অস্বীকার করেন এবং জেসিকার গর্ভে যে সন্তান রয়েছে, তা তার নয় বলেও দাবি করেন।
শোনা যায়, আমিরের সঙ্গে সম্পর্ক ছেদের পর তার কাছ থেকে সরে গিয়ে সন্তানের জন্ম দেন জেসিকা। এরপর নিজের হাতেই বড় করে তোলেন সন্তান জানকে। স্টারডাস্ট ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে জেসিকা স্পষ্ট জানিয়ে দেন, আমির খান ও তার ভালোবাসার সন্তান হলেন জান। ইতোমধ্যেই ভোগ ইউকে-র হয়ে মডেলিং শুরু করে দিয়েছেন জান। পরে অবশ্য জেসিকা বিয়ে করেন। তার আরো দুই সন্তান রয়েছে।
এদিকে নিজের প্রযোজনা সংস্থার সিনেমা ‘লগন’-এর শুটিংয়ের সময় পরিচালক আশুতোষ গোয়াড়িকরের সহকারী কিরণ রাওয়ের প্রতি আকৃষ্ট হন আমির। ২০০৫ সালের ডিসেম্বরে পঞ্চগনির বাংলোয় বসে তাদের বিয়ের আসর। আজাদ নামে আমির-কিরণের এক সন্তানও রয়েছে।
এ দিকে ছাড়াছাড়ির পরও আমির ও রিনার মধ্যে সম্পর্ক বন্ধুত্বসুলভ। তাদের প্রায়শ একসঙ্গে দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।