আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেন ও আরো অনেক দেশের সাথে রাশিয়া ফের বিমান চলাচলের ঘোষণা দিয়েছে। করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধের কারণে তাদের দেশে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। খবর এএফপি’র।
সোমবার এক বিবৃতিতে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ‘যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটায় ২ জুন থেকে মস্কো ও লন্ডনের মধ্যে ফের নিয়মিত ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ১০ জুন থেকে অস্ট্রিয়া, হাঙ্গেরি, লেবানন, লুক্সেমবার্গ, ক্রোয়েশিয়া, মৌরিতিউস ও মরক্কোর মধ্যেও ফের ফ্লাইটশুরু করবে।
তবে তুরস্কেও ফ্লাইট কমপক্ষে ২১ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তুরস্ক হচ্ছে রাশিয়ার পর্যটকদের প্রধান গন্তব্য স্থল।
করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে বিদেশিদেরও জন্য রাশিয়ার সীমান্ত একেবারে বন্ধ ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।